ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি ড্রেজার দিয়ে বালু উত্তোলন। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গোপালপোরদী গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন আশফোরদী-গোপালপোরদী গ্রামের মাঝের ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় হুমকির মুখে ফসলি জমি।  

আশফোরদী গ্রামের মৃত খলিল সরদারের ছেলে সাদ্দাম হোসেন সরদার দীর্ঘদিন ধরে তার এ অবৈধ ব্যবসা চালিয়ে আসলেও তা দেখার কেউ নেই।

 

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কয়েকদিন ধরে চলছে ড্রেজার মেশিন।

স্থানীয়রা জানান, ড্রেজার মালিক সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে এলাকার বিভিন্ন স্থানে বালু উত্তোলন করে আসছে। এতে হুমকির মুখে পড়ছে ফসলি জমি।

ড্রেজার মালিক সাদ্দাম হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন চালাচ্ছি। এতে কোনো সমস্যা হচ্ছে না।

সহকারী কমিশনার (ভূমি) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, যে এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে তার খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।