ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামে এঘটনা ঘটে।

রুমানা আক্তার মির্ধাপাড়া গ্রামের ভ্যান চালক উপান মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, নিজ ঘরের বেড়ার সঙ্গে একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। ঘটনার সময় খেলতে গিয়ে হঠা ওই তারে জড়িয়ে যায় রুমানা। এর কিছুক্ষণ পরেই মারা যায় সে।

ধানুয়া কামালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।