ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্ৰামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান (১৭) ও গুডাউন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ফরহাদ (১৮)।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে  পত্নীতলা থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল তি আরোহী। পথে পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। এতে তিন আরোহী গুরুতর আহত হয়।  

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রেজুয়ান ও ফরহাদকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।