ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
পলাশবাড়ীতে ট্রাকচাপায় নানি-নাতির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশা যাত্রী নানি ও নাতির মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৭) ও তার নাতী মাইশা (০৩)। মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যাত্রীবাহী একটি রিকশায় নানি ও নাতি পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে দুবলাগাড়ী এলাকায় রিকশা-ভ্যানটি একপাশের চাকা নির্মাণাধীন ফেরলেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানি ও নাতি রিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাংলানিউজকে জানান, চালক-সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুইটি তাদের স্বজনরা নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।