ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলশিশু নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলশিশু নিহত

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের গুলিস্তান-বান্দুরা সড়কে ঢাকা বিসিক শিল্পনগরী এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রোমানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রোমানা রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের ইজু মিয়া মাদবরের বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার মেয়ে। গ্রামের বাড়ি রংপুরের হারাগাছ থানার পূর্ব মিয়া পাড়া গ্রামে।

নিহতের বাবা সোহেল মিয়া জানান, রোববার(৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রোমানা স্কুলে (ব্রাক স্কুল) যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। এসময় হঠাৎ রোহিতপুর থেকে নবাবগঞ্জগামী একটু দ্রুতগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় সে গুরুতর জখম হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে তার মৃত্যু হয়।

স্কুল খোলা রাখার ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের জানান, ব্রাক স্কুল আমাদের আওতাধীন নয়। তাই এটা আমাদের দায়িত্বে পড়ে না।

এব্যাপারে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি রোববারের। সোমবার জানার পর ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বললে তারা থানায় কোনো অভিযোগ বা মামলা করতে রাজি হয়নি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।