ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন (২৭) বয়সের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে হাইওয়ে থানা পুলিশ।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালের দিকে দ্রুতগামী গাড়ীর চাপায় অজ্ঞাতনামা পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাড়িটি শনাক্ত করা চেষ্টা চলছে। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।