ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর গোপীবাগ টিটিপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২২) এক যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন জানান, ভোরে টিটিপাড়া জামে মসজিদ সংলগ্ন রেলগেটে একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হয়েছেন। তার পরনে জিন্স প্যান্ট ও সাদা-খয়েরি ট্রাকসুট ছিল।

তিনি আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।