ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘ইয়েস ম্যাডাম’ সিনেমা নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
‘ইয়েস ম্যাডাম’ সিনেমা নিষিদ্ধ

ঢাকা: বাংলাদেশে ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিটু সিকদার নির্মিত ‘ইয়েস ম্যাডাম’ নামের চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায়, তা নাকচ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আপিল আবেদন নাকচের কারণে চলচ্চিত্রটি সনদপত্রবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে চলচ্চিত্রটির প্রদর্শনী নিষিদ্ধ করা হলো।

চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।