ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৪নং ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর মাঝাপাড়ায় এই ঘটনা ঘটে।

আমেনা বেগম ওই এলাকার জহির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের জমিতে পানি দেওয়ার জন্য আনারুল ইসলামের সেচ পাম্পের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দীর্ঘক্ষণ ফিরে আসতে না দেখে স্থানীয়রা সেচ পাম্পের কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।