ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
১০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর খিলগাঁও ও বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুই হাজার ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. বেলাল (৫০), মো. সুমন সরকার (৪২) ও কে এম এ জালাল (২৭)।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান জানান, আটক বেলাল টেকনাফ থেকে বিক্রির উদ্দেশে ইয়াবা বহন করে ঢাকায় এনেছিল। পরস্পর যোগসাজশে ইয়াবা পাচার ও ব্যবসার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা জানা গেছে।

আটকদের নামে খিলগাঁও ও বংশাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।