ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত .

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ওয়াজেদ আলী (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের রেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওয়াজেদ আলী চুয়াডাঙ্গা সদরের বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াজেদ বাইসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলাবাজর ফুড গোডাউনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মাটি ভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।