ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তাবলীগ জামাতের মুসল্লিদের অচেতন করে সর্বস্ব লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
তাবলীগ জামাতের মুসল্লিদের অচেতন করে সর্বস্ব লুট

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় তাবলীগ জামাতের ১৪ মুসল্লিকে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা, মোবাইল ফোন, ঘড়িসহ সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে কালকিনি উপজেলার বড় ব্রিজ সংলগ্ন একটি মসজিদে এ ঘটনা ঘটে।

সকালে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলবীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে কালকিনি উপজেলায় ৪০ দিনের (এক চিল্লা) জন্য তাবলীগ জামাতে আসেন ১৪ জন মুসল্লি। সোমবার দিনগত রাতে তাদের খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে তাবলীগ জামাতের লোকজন রাতের খাবার খেলে ১৪ জনই চেতনা হারিয়ে অসুস্থ হয়ে পড়েন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।