ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডিকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডিকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি, চট্টগ্রামের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল আলম এবং তার স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রেক্ষিতে রেজাউল আলমকে তার নিজের, স্ত্রীর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশে প্রেরিত ছক অনুসারে ২১ কার্যদিবসের মধ্যে মো. আকতার হোসেন আজাদ, পরিচালক, দুদক বরাবর দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক আইন-২০০৬ এর ধারা-২৬(১)- এর ক্ষমতাবলে এ আদেশ দেওয়া হয়েছে। উক্ত আইনের ধারা-২৬(২) মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ৮ ফেব্রুয়ারি, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।