ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার প্রধান ইয়াবা ডিলার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ঢাকার প্রধান ইয়াবা ডিলার আটক

ঢাকা: প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

জানা গেছে, আটক ওই ব্যক্তি টেকনাফ কেন্দ্রীক ইয়াবা ব্যবসার অন্যতম হোতা এবং ঢাকা এলাকার প্রধান ডিলার।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।