ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১৭ বছর ছদ্মবেশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
১৭ বছর ছদ্মবেশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: ১৭ বছর ধরে সাংবাদিক ছদ্মবেশে থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন ওরফে কামালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার সাভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাতে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৭ বছর ধরে পলাতক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবার  (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজার এলাকায় র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।