ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর: মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আবু সাঈদ হাওলাদার(২৬) নামে এক মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

সাঈদ হাওলাদার রাজৈর ২নম্বর ব্রিজ এলাকার কালাম হাওলাদের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে মস্তফাপুর থেকে রাজৈরের দিকে যাচ্ছিল মাহিন্দ্রাটি। মস্তফাপুর টেক্সটাইল মিলের ২ নম্বর গেটের সামনের মহাসড়কের কিছু অংশ ভাঙা থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় রাস্তায় ভাঙা থাকার কারনে গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তায় উল্টে পড়ে। এসময় চালকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রাটি উদ্ধার করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।