ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘুরতে গিয়ে পদ্মায় ডুবে ছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
ঘুরতে গিয়ে পদ্মায় ডুবে ছাত্রীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে পড়ে পানিতে ডুবে মাইমুনা খাতুন (১৩) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

মাইমুনা মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল সোফফাই-ই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সে রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের ফজলুল হকের মেয়ে।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে মহানগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকায় নদীর ধারে মাদরাসার ৬ জন শিক্ষার্থী হাঁটতে যায়। এ সময় পা ভেজাতে নদীতে নামলে মাইমুনা তলিয়ে যায়। এদিকে তাকে বাঁচাতে অন্য তিনজন চেষ্টা করলে তারাও নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও মাইমুনা ডুবে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।

পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মাইমুনাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া তিন মাদ্রাসা ছাত্রীর মধ্যে লুবনা (১২) নামের আরও জন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা মাদরাসায় অবস্থান করছে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।