ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ভুট্টা ক্ষেতে দোকানির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
গুরুদাসপুরে ভুট্টা ক্ষেতে দোকানির মরদেহ ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের গুরুদাসপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে মো. ফকির চান (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফকির চান ওই উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় একজন চা দোকানি।

জানা গেছে, ফকির চান প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়িতে যান খাবার খেতে। খাওয়া শেষে তিনি আবার দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তিনি দোকানে না গেলে তার ছেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায়ও তার কোনো সন্ধান না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন এবং বিষয়টি পুলিশকে জানান।

পরে শুক্রবার সকালে ফকির চানের ছেলের বউ তার খোঁজ করতে করতে ওই ভুট্টা ক্ষেতে গেলে সেখানে তার মরদেহটি দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বাংলানিউজকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।