ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় ইজিবাইকসহ চালক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
সালথায় ইজিবাইকসহ চালক নিখোঁজ আব্দুল আলি মাতুব্বর

ফরিদপুর: ফরিদপুরের সালথায় আব্দুল আলি মাতুব্বর (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।  

নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি নং- ৭৭৯।

আব্দুল আলি সালথার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের ইমান মাতুব্বরের ছেলে। তিনি পেশায় ব্যাটারি চালিত ইজিবাইক চালক।

শৈলডুবি গ্রামের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ি শৈলডুবি থেকে ইজিবাইক নিয়ে বের হন আব্দুল আলি মাতুব্বর। সারাদিন পর রাতেও তিনি বাড়ি না ফেরায় তার (আব্দুল আলি) মোবাইলফোনে যোগাযোগ করে পরিবার। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় আতঙ্কে রয়েছে আব্দুল আলির পরিবার। গ্রামবাসীর পরামর্শে নিখোঁজ ব্যক্তির সন্ধানে শুক্রবার থানায় জিডি করেছে পরিবারটি।  

এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, নিখোঁজ আব্দুল আলির পরিবার থানায় জিডি করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।