ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিএসআরএম স্টিল মিলে ডাকাতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
বিএসআরএম স্টিল মিলে ডাকাতি আহত আনসার সদস্য।

ঢাকা: চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম স্টিল মিলে গাড়ির পার্টস লুট করে সশস্ত্র ডাকাতরা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সশস্ত্র ডাকাতরা কারখানার উত্তর পাশে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে। তাদের কাছে দা, ছুরি, কিরিচ ও শটগান ছিল। এ সময় পাহারায় থাকা তিন জন আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে ডাকাতরা ফাঁকা গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আনসার বাহিনীর একজনের মাথায় আঘাত করে। বাকিদের বেধড়ক পিটিয়ে আহত করে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে। এরপর বিএসআরএমের কন্ট্রাক্টর সিজদা মোটর্সে ঢুকে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আহত তিন আনসার সদস্য হলেন মফিজুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৪২) ও রামধন চন্দ্র দাস (৪৩)। তারা বর্তমানে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।