ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়কে আলপনা অঙ্কন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
ঝিনাইদহে সড়কে আলপনা অঙ্কন একুশের চেতনাকে উদ্দীপ্ত করতে সড়কে আলপনা অঙ্কন

ঝিনাইদহ: একুশের চেতনাকে উদ্দীপ্ত করতে ঝিনাইদহে সড়কের বিভিন্ন স্থানে অঙ্কন করা হয়েছে আলপনা।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মনিরা বেগম।

জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ স্বপ্নচারু ও কথন সাংস্কৃতিক সংসদের শিল্পীরা শহরের পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়কে আলপনা অঙ্কন করেন। প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে অঙ্কন করা হয় লাল, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের বর্ণীল আলপনা।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অনেকে।

আয়োজকরা জানান, আলপনা অঙ্কনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তাদের একুশের চেতনা ছড়িয়ে দিতেই আজকের এ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।