ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষদের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
না.গঞ্জে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষদের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

রোববার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

রাত ১২ টার আগেই চাষাঢ়া শহীদ মিনার এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নাসিকের কর্মকর্তা কর্মচারীরা, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা আওয়ামীলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, মহানগর যুবদল, মহানগর ছাত্রদল, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, জেলা কারাগারের কর্মকর্তারা, পিবিআই এর কর্মকর্তারা, ইউএনও সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তারা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমআরপি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।