ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা।

ঢাকা: শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছে জাতীয় পার্টি।  

সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে।

 

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল প্রথমে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপির পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ ও যুগ্ম দফতর সম্পাদক- মাহমুদ আলম।  

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।