ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে ...

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুমন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার সুমন সদর উপজেলার ১২ নম্বর সালন্দর ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি দুলাভাই সুমনের বাসায় বেড়াতে যান তার শ্যালিকা (১৫)। ১০ ফেব্রুয়ারি গভীর রাতে তাকে ধর্ষণ করেন সুমন। ঘটনা জানার পর ১২ ফেব্রুয়ারি কিশোরীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান তার বাবা। পরে থানায় মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আমার ছোট মেয়ে তার দুলাভাই সুমনের বাড়িতে বেড়াতে যায়। একদিন গভীর রাতে বড় মেয়ের অগোচরে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে সুমন। তার উপযুক্ত বিচার চাই। যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর থেকেই সুমনকে ধরতে চেষ্টা চালাচ্ছিল পুলিশ। অবশেষে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।