ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
হাজারীবাগে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার নাম মো. আনোয়ার হোসেন সুমন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ২০২২) রাত পৌনে ৮টার দিকে হাজারীবাগ থানার টালী অফিস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান বুধবার (২৩ ফেব্রুয়ারি ) এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, হাজারীবাগ থানার টালী অফিস মোড় এলাকার ইয়েস ফার্মার সামনে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে সুমনকে ১০কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।