ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরে মাছ মরে ভেসে উঠেছে। হঠাৎ করেই বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠায় বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ করছেন ভুক্তভোগী মৎস্য চাষি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিবচর থানা পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে একটি পুকুরের মাছ মরে ভেসে ওঠে।  

জানা যায়, শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি গ্রামের আব্দুল খালেক শনির পুকুরের সিলভারকার্প, কাতলা, রুই, সরপুটিসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মরে ভেসে ওঠে। প্রথমে দুই, একটি করে মাছ ভেসে ওঠে। পরে একের পর এক মাছ মৃত-অর্ধমৃত অবস্থায় ভেসে উঠতে থাকে। এক পর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতে পুকুরের পানি বিষ বা কিটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।

ভুক্তভোগী খালেক শনি বাংলানিউজকে জানান, সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসতেছে। পুকুরে প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।