ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজারবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
রাজারবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রাজারবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (১৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পল্টন থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার দিনগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) মহোসিন হাবিব মৃধা বলেন, রাতে রাজারবাগ ১ নম্বর গেটের বিপরীত পাশে ট্রাফিক গলিতে মাটি বহনকারী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ওই যুবকের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। ফুটপাতেই থাকতেন।

তিনি আরও বলেন, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।