ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
শাহবাগে ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গোয়েন্দা পুলিশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বুধবার শাহবাগের হযরত গোলাপ শাহ (রঃ) জামে মসজিদের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. সিরাজুল ইসলাম ইমরান ও মো. মাহফুজুর রহমান।

ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হযরত গোলাপ শাহ (রঃ) জামে মসজিদের সামনের রাস্তায় কতিপয় মাদকবিক্রেতা ইয়াবাসহ অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সিরাজুল ও মাহফুজুর নামের দুই জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুই আসামির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।