ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
চিরিরবন্দরে ডিবি পুলিশের ভুয়া সদস্য আটক 

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে রবিউল ইসলাম (২৫) নামে এক ডিবি পুলিশের  ভুয়া সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চম্পাতলী বাজার থেকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম নীলফামারী জেলার সদর থানার বড়ুয়া বাজার এলাকার মৃত কলিম উদ্দিন ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বাংলানিউজকে জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাম্পাতলী বাজারের পাশে স্থানীয় দুইজন যুবক মাদক সেবন করছিল। এসময় রবিউল ইসলাম তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। পরে তাদের কাছে থাকা বাইসাইকেল নিয়ে পালিয়ে যায় রবিউল। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে পুলিশকে খবর দিলে রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, চম্পাতলী বাজারের মোস্তাকিম বাদী হয়ে আটক রবিউলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।