ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে লেগুনাচাপায় যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
গাজীপুরে লেগুনাচাপায় যুবক নিহত 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেল ক্রসিং এলাকায় লেগুনাচাপায় এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, হেঁটে পূবাইল রেল ক্রসিং অতিক্রম করছিলেন ওই যুবক। এ সময় টঙ্গীগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লেগুনা রেখে রেখে পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।