ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হেরোইনসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
গাজীপুরে হেরোইনসহ যুবক গ্রেফতার ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও বড়বাড়ি এলাকা থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ শাহাদাৎ হোসেন শাকিল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালীগাঁও বড়বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাকিলকে ৪০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, শাহাদাৎ হোসেন শাকিল মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯, ফেব্রুয়ারি ২৪, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।