ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতখানে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে নিখোঁজ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
দৌলতখানে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে নিখোঁজ ৩

ভোলা: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- এরশাদ (৩৫), মমিন (২৫) ও আকবর (৩৫)। তাদের বাড়ি চরপাতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এতে আহত হয়েছেন ট্রলারে থাকা আরও তিন জেলে। আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

খবর পেয়ে ভোলা কোস্টগার্ড, দৌলতখান থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ শুরু করেন। এদিকে নিখোঁজদের সন্ধানে মেঘনার তীরে ভিড় করছেন স্বজনরা।
  
জেলোরা জানান, বুধবার রাত ২টার দিকে নয়জন জেলে নিয়ে ট্রলারটি মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় তাসরিফ-২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ভেঙে যায়। পরে ছয় জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও ৩ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।  

দৌলতখানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।