ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফুটপাত দখল, ল্যাব এইডকে লাখ টাকা জরিমানা  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
ফুটপাত দখল, ল্যাব এইডকে লাখ টাকা জরিমানা   ছবি: বাংলানিউজ

ঢাকা: জেনারেটর রেখে ফুটপাত দখল করায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে আফিফা খান বলেন, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ ফুটপাতে জেনারেটর রেখে তা দখল করে রাখে। এ কারণে পথচারীদের চলাচলে সমস্যা এবং নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়। তাই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে স্থানীয় সরকার আইন অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরকেআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।