ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাত-আঙুল নিয়ে বিপাকে শিশু রেহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
হাত-আঙুল নিয়ে বিপাকে শিশু রেহান

গাইবান্ধা: সাত বছরের শিশু রেহাকুল ইসলাম রেহান। দুই হাত-আঙুল নিয়ে চরম বিপাকে পড়েছে শিশুটি।

দিন-দিন বেড়েই চলেছে তার হাত-আঙুলের ওজন ও আকার। যা স্বাভাবিকের তুলনায় চারগুন বেশি। শিশুটির ডান হাতের ওজন দেড় কেজি। ফলে চলাফেরা মানবেতর জীবনযাপন করছে শিশুটি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে দেখা মেলে শিশুটির। রেহাকুল ইসলাম রেহান ওই গ্রামের আব্দুল হাই ও রেহেনা বেগম দম্পতির ছেলে। তিনি স্থানীয় জান্নাতুন নাইম সালাফিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।  


শিশু রেহানের মা রেহেনা বেগম জানান, ২০১৫ সালে রেহান জন্মের পর থেকে ডান হাতের আঙুলগুলো আকারে বড়। ছেলের বড় হওয়ার পাশাপাশি হাতের আঙুলগুলোও বড় হতে থাকে। ফলে যতো দিন যাচ্ছে আর শিশু রেহানের হাতের আঙুলও বাড়ছে। আমার স্বামী ঢাকায় রিকশা চালায়। রেহানের চিকিৎসার খরচ চালাতে আমি অন্যের বাড়িতে কাজ করি।  

শিশু রেহান জানান, আমার বন্ধুরা যা করতে পারে আমি করতে পারি না। আমার হাতের ওজন বেড়ে যাওয়ায় আমি চলাফেরা করতে পারি না। আমার বাবা-মার টাকা নেই তাই চিকিৎসা করাতে পারে না। এজন্য আমার ডান হাতের সবগুলো আঙুল ফুলে যাচ্ছে। আমার খুব ইচ্ছে করে সহপাঠী বন্ধুদের মতো স্বাভাবিক চলাফেরা করতে।

স্থানীয় জান্নাতুন নাইম সালাফিয়া ও হাফিজিয়া মাদরাসায় মহতামিম (পরিচালক) আব্দুল বারী জানান, আমার মাদরাসার ছাত্র রেহান। তার প্রতিভা অনেক ভাল। তার ডান হাতের আঙুলের মাংস বেড়েই চলছে। এভাবে বাড়লে আগামীতে তার চলাফেলা সম্ভব নাও হতে পারে। তার সঠিক চিকিৎসা প্রয়োজন, যার সামর্থ তার বাবা-মার নেই।

সাঘাটা উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রাথমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা হাসপাতালে চিকিৎসার সুযোগ আছে। কিন্তু জেলার বাহিরে চিকিৎসা বা চিকিৎসার জন্য অর্থিক কোনো সহযোগীতার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।