ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেলকুচিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
বেলকুচিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল মালেক পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। এদিকে এ মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে দাবি পরিবারের।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে আব্দুল মালেক ভাই মোতালেব সরকার, আবু তালেব সরকার, খালেক সরকারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গত দুই-তিনদিন ধরে এই জমি নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে আব্দুল মালেক ঘর থেকে বের হন। রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাকে পায়নি। শনিবার ভোরে বৃদ্ধের বাড়ির পেছনে গাছের সঙ্গে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ 
হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।