সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ট্রাকচাপায় সূর্য রাম বিশ্বাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের সদাখাল সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চারখাই ইউনিয়নের সদাখাল সেতু সংলগ্ন এলাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে থাকা শিশু সূর্য রামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, দ্রুতগামী ট্রাকটি শিশুটিকে চাপা দেওয়ার পর চালক-হেলপার পালিয়ে যান। চালক-হেলপারকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এনইউ/আরবি