ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চিরকুট লিখে আত্মহত্যা এসএসসি পরিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
চিরকুট লিখে আত্মহত্যা এসএসসি পরিক্ষার্থীর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চিরকুট লিখে এক এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবর্ণা মোগড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে। সে কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।

স্বজনরা জানায়, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন দীর্ঘ ৫ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সুবর্ণার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে সুবর্ণার পরিবার ইমনকে বিয়ের চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে রাজি না হওয়ায় আজ সকালে বিষ পান করে সুবর্ণা আত্মহত্যা করে। বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে একটি চিরকুট লিখে যায়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবার পলাতক রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।