ঢাকা: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান জানিয়েছেন, ‘ঢাকার সৌদি দূতাবাস গত ২৪ ফেব্রুয়ারি একদিনে ১২ হাজার ৩শ ভিসা ইস্যু করেছে। এটা একটি রেকর্ড।
বুধবার (২ মার্চ) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সৌদি রাষ্ট্রদূত জানান, ‘গত ৫ বছরে ১৪ লাখ ভিসা ইস্যু করেছে ঢাকার সৌদি দূতাবাস। তবে, করোনাকালে ভিসা কমে গিয়েছিল। এখন ভিসা ইস্যু আবার বেড়েছে। ’
তিনি জানান, ‘গত সপ্তাহে সৌদি দূতাবাস ৩৮ হাজার ভিসা ইস্যু করেছে। আর একদিনে গত ২৪ ফেব্রুয়ারি ১২ হাজার ৩শ ভিসা দেওয়া হয়েছে। ’
এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত জানান, ‘আমরা করোনাকালে সব হাজিদের সুরক্ষা চাই। সে কারণে হজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সৌদি সরকার থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসলে আপনাদের জানাতে পারবো। ’
সৌদি রাষ্ট্রদূত জানান, ‘হুথি বিদ্রোহীদের সন্ত্রাসীদের কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ’
তিনি জানান, ‘বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামীতে দুইদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। ’
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
টিআর/এএটি