বগুড়া: বগুড়া সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাবগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল একই উপজেলার শাখারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গোপালবাড়ী এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, সকালের দিকে সান্তাহার থেকে বোনারপাড়াগামী করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় রেজাউলের মৃত্যু হয়।
নারুলী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
কেইউএ/এসআরএস