ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
তারা হলেন- মো. সাইদ খান, মো. আজমত আলী ও মোসা. সাজেদা খাতুন।
বুধবার (০২ মার্চ) দুপুরে গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযান চলার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে আসামিরা। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসজেএ/কেএআর