ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে এসিডে ঝলসে দেওয়া হলো গৃহবধূর মুখমণ্ডল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২, ২০২২
পটুয়াখালীতে এসিডে ঝলসে দেওয়া হলো গৃহবধূর মুখমণ্ডল 

পটুয়াখালী: জেলার গলাচিপা উপজেলায় এসিডে ঝলসে দেওয়া হয়েছে তয়না (২০) নামে এক গৃহবধূর মুখমণ্ডল।
এতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২ মার্চ) ভোরে উপজেলার গুপ্তের হাওলা গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তয়নাকে উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বরিশাল শেরে-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন জানান, প্রায় চার বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিলন খানের সঙ্গে গলাচিপার উত্তর হাওলা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের মেয়ে তয়নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তয়নাকে হুমকি দিয়ে আসছিলেন। তাদের একটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে সম্প্রতি তয়না বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার ভোরে তিনি বাবার বাড়িতে ঘুমাচ্ছিলেন। এসময় ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তয়নার শরীরে এসিড নিক্ষেপ করা হয়। তাদের দাবি, তয়নার স্বামী মিলনই এ কাণ্ড ঘটিয়েছেন।  

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, ভুক্তভোগীরা এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।