ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ পলাতক দুই আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
ইয়াবাসহ পলাতক দুই আসামি গ্রেফতার

ঢাকা: চার হাজার ইয়াবাসহ মাদক মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- চুন্নু খাঁ ও মো. ইসমাইল।

বুধবার (০২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ।

তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর লালবাগের বালুরঘাট এলাকা থেকে চুন্নু খাঁকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশ জানতে পারে, উদ্ধার করা ইয়াবাগুলো ইসমাইল থেকে সংগ্রহ করেছিলেন তিনি। ওইদিন রাতে কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ ইসমাইলকে গ্রেফতার হয়।

ওসি মুর্শেদ আরো বলেন, লালবাগ থানায় চুন্নু খাঁর নামে পাঁচটি ও ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা আছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।