সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া থেকে ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিন হক (৩৮) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। জব্দ মাদকের মূল্য প্রায় প্রায় ৬০ লাখ টাকা।
বুধবার (০২ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মোস্তাফিজুর রহমান।
আটক আলামিন রাজশাহীর গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোরের দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গার চড়িয়া কান্দিপাড়া থেকে আলামিনকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ৬০৯ গ্রাম হেরোইন। আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসআরএস