বরিশাল: ভোজ্যতেল-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি।
বুধবার (২ মার্চ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় গণসংহতি আন্দোলন জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, বরিশাল সদর উপজেলা সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, এক নম্বর কড়াপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক নুরজাহান বেগম, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি জাবের মোহাম্মদ, সহ-সভাপতি হাছিব আহমেদ, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির সহ বিভিন্ন অঞ্চলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। সরকারের মন্ত্রীরাও এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন যে জিনিসপত্রের দাম বেসামাল। তাঁরা সামাল দিতে পারছেন না সিন্ডিকেটের দৌরাত্ম্যে। এই সিন্ডিকেট কারা? এই সরকারই গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে। নিজেদের পোষ্য কিছু লোককে ব্যবসা দেওয়ার নামে তারা তেলভিত্তিক যে কুইক রেন্টাল প্রকল্পগুলো বানিয়েছিল, সেগুলোর মাধ্যমে তাদের পকেট ভরার জন্য।
তারা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়েও বাজারে বেশি দামে সব দ্রব্য বিক্রি করা হচ্ছে। বরিশালে সয়াবিন তেল লিটার ২শ টাকা বিক্রি করা হয়েছে। তেলের দাম বাড়ার সম্ভাবনা অনুমান করেই বিক্রেতারা মজুদ করা শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এমএস/এএটি