ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে প্রবেশে দর্শনার্থী পাস ফের চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
সচিবালয়ে প্রবেশে দর্শনার্থী পাস ফের চালু

ঢাকা: করোনার সংক্রমণ কমে আসায় সচিবালয়ে প্রবেশে দর্শনার্থী পাস ফের চালু করেছে সরকার।

বুধবার (০২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

উপ সচিব মো. ফিরোজ উদ্দিন খলীফা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু করা যাবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবেরা দিনে ১০টি করে এবং সচিবদের একান্ত সচিবেরা পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।

এছাড়া অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবেরা দিনে পাঁচটি করে দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন।

এর আগে রোববার (২৩ জানুয়ারি) তথ্য অধিদফতরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি সোমবার থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
জিসিজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।