ঢাকা: বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একসঙ্গে পাশাপাশি বসবাস করে।
বুধবার (২ মার্চ) রাজধানী ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এ বাংলাদেশ কোনো হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমানের নয়, এ বাংলাদেশ সমগ্র মানুষের জন্য। এ বাংলাদেশ সকল নাগরিকের’ শীর্ষক বক্তব্য তুলে ধরেন বিপ্লব বড়ুয়া।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় এ দেশ এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারছে। সব নাগরিক সমান অধিকার ভোগ করছে।
তিনি জানান, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পবিত্র এ ধর্ম পিঠে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফীজ সরাফাত।
অতিথিরা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ‘বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ’ অডিটোরিয়াম হলের দ্বিতীয়তলায় বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধুপ্রিয় মহাথের।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার বক্তব্যে বাসাবো বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্ম গুরু শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানান। ধর্মগুরুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বাসাবো বৌদ্ধ বিহারে তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত এ কর্মসুচি চলবে। শুক্রবারে ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসকে