ঢাকা: ঢাকার মুন্সিগঞ্জ থেকে ১২ কেজি আইস মাদক (ক্রিস্টালমেথ) উদ্ধারসহ একাধিক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হওয়া আইস মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকা।
বুধবার (০২ মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ১২ কেজি আইস মাদক উদ্ধার করে। সেই সঙ্গে একাধিক কারবারির কাছ থেকে বিপুল পরিমাণ অন্য মাদক উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসজেএ/এনটি