ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন দীঘিরচালা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম কবির হোসেন (৩২)। তিনি সালনা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।  

পুলিশ জানায়, দীঘিরচালা এলাকায় একটি স্কুলের সামনে দুর্বৃত্তরা কবিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান বলেন, কে বা কারা, কি কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, মার্চ ২, ২০২২
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।