ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
খাগড়াছড়িতে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

খাগড়াছড়ি: আগামী ৫ মার্চ খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসা গাছের ডালপালা কাটাসহ প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণের জন্য সদর উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্থানে গাছের গাছের ডালপালা কাটা, ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ এবং উপকেন্দ্রের ব্রেকার পরির্তন করা হবে।

তাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।