ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
জাতীয় পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে জাতীয় পাট দিবসে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে।

ঢাকা: আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে সয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে পুরস্কার দেওয়া হবে।

পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি, সেরা পাট উৎপাদনকারী চাষি, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল, পাটের সুতা উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা পাটকল, বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (মহিলা), বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছে।

এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদার ছাড়াও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।